ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
নড়াইলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইল: নড়াইলে বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে নড়াইল সদরের মাইজপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনা সংক্রান্ত জেলার বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

শামীম হাসান জানান, মাইজপাড়া বাজার তদারকিকালে ভোক্তা অধিকার আইনের ৩৭ ও ৫১ ধারায় যথাক্রমে মেসার্স আনন্দ স্টোরকে পাঁচ হাজার ও মেডিসিন কর্নারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী নড়াইল ক্যাম্পের সেনা সদস্যরা, জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য কনজুমাসর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা কমিটির সেক্রেটারি কাজী হাফিজুর রহমান, ছাত্র প্রতিনিধি মো. নবাব মোল্যাসহ অন্য সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।