ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদরাসাছাত্রী আত্মহত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
মাদরাসাছাত্রী আত্মহত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ইভটিজিং সহ্য করতে না পেরে ৮ম শ্রেণির এক মাদরাসাছাত্রী আত্মহত্যার ঘটনার দায়েরকৃত মামলার আসামি মো. ওমর রাহিম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে রাত ৮টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের জমিদারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার রাহিম জেলার কমলনগরের চরলরেন্স গ্রামের মো. জাকের হেসেনের ছেলে।

এজাহার সূত্র জানায়, ভিকটিম একটি মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা প্রবাসে থাকায় তার মায়ের সঙ্গে বাড়িতে বসবাস করে আসছিল। সে মাদরাসায় যাওয়া-আসার পথে অভিযুক্ত রাহিম তাকে উত্ত্যক্ত করতেন এবং ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে এলাকায় অপপ্রচার চালাতেন।

বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে অভিযুক্তকে সর্তক করা হয়। এতে রাহিম আরও ক্ষিপ্ত হয়ে তাকে উত্ত্যক্ত করা শুরু করেন। বিষয়টি সহ্য করতে না পেরে গত ২৩ আগস্ট দুপুরে ক্ষোভে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী। এ সময় একটি চিরকুট লিখে তার আত্মহত্যার জন্য রাহিমকে দায়ী করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অভিযুক্তকে আসামি করে কমলনগর থানায় মামলা দায়ের করেন। পরে র‍্যাব-১১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাহিমকে গ্রেপ্তার করে। তাকে কমলনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।