ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
কমলগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হামদান সোহাম (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) সকালে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের চৈত্রঘাট কালীমন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাম মৌলভীবাজারের কাগাবলা এলাকার বদরুল ইসলামের ছেলে।

আহতরা হলেন, মৌলভীবাজার সদরের মুসলিমবাগ এলাকার নূরে আলমের ছেলে নাসির আহমেদ (১৮) ও বড়মণ্ডল সমপাশি এলাকার মঈন উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন (২০)।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত নাসির আহমেদ বলেন, আজ সকালে দুটি মোটরসাইকেলে আমরা ছয় বন্ধু শমসেরনগর গলফ মাঠে বেড়াতে এসেছিলাম। বেড়ানো শেষে ফেরার পথে মৌলভীবাজার সড়কের কালীমন্দির এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে আমার বন্ধু সোহাম গুরুতর আহত হয়।  

দ্রুত তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নাসির।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
বিবিবি/এএটি     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।