ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

গুলিস্তানে চলছে উচ্ছেদ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, নভেম্বর ১২, ২০২৪
গুলিস্তানে চলছে উচ্ছেদ অভিযান

ঢাকা: দখলমুক্ত করতে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট ও আশেপাশের এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১ টার দিকে গুলিস্তান পার্কে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

 

গুলিস্তান পার্কের সামনের এক চায়ের দোকানদার বলেন, ‘সোমবারও সামনে দোকানদারি করেছি। তবে উচ্ছেদের বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি। যদি আগে জানাত তাহলে জিনিসপত্র সরিয়ে রাখতাম’।  

এর আগে, ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গুলিস্তানের আশপাশের এলাকায় অভিযান চালাবে ডিএমপি ট্রাফিক বিভাগ।  

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪ 
এমএমআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।