ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে জুট মিলে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
গাজীপুরে জুট মিলে অগ্নিকাণ্ড

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজার এলাকায় আই আর খান জুট মিলস লিমিটেডে অগ্নিকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, রাত সাড়ে ৮টার দিকে বরমী বাজার এলাকায় আই আর খান জুট মিলসে আগুন লাগে। শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে। এক পর্যায়ে আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই মিলের বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তদন্তের পর ক্ষতির পরিমাণ জানা যাবে। আগুনে ওই কারখানায় থাকা পাট পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।