ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

চাঁদপুর: চাঁদপুর শহরের নতুন বাজার খাদ্য গুদাম এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।  

এসময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

আটক তিনজন হলো-শহরের পুরান বাজার রঘুনাথপুর গ্রামের মো. ইউসুফের ছেলে মো. তামিম (১৭), রহমতপুর আবাসিক এলাকার মো. সেলিমের ছেলে মো. সানজিদ (১৭) ও একই এলাকার জালাল শেখের ছেলে মো. মাঈন উদ্দিন (১৬)।

পুলিশ জানায়, বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের নতুন বাজার সিএসডি গোডাউনের সামনে পাকা রাস্তা থেকে দেশীয় অস্ত্রসহ তিন কিশোরকে আটক করা হয়। আটক তামিমের কাছ থেকে একটি লোহার রামদা’, সানজিদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও মাঈন উদ্দিনের কাছ থেকে একটি চাপাতি জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের গ্যাংয়ের অন্য সদস্যরা পালিয়ে যায়।

তাদের মধ্যে রয়েছে- রঘুনথাপুর এলাকার মো. সাইফুল (১৭), পুরান বাজার পালপাড়া এলাকার মো. মাহি (১৬), রঘুনাথপুর এলাকার মো. রাসেল (১৫), বাগাদী চৌরাস্তা এলাকার  মো. সাকিবুল (১৭), রহমতপুর আবাসিক এলাকার মো. ইয়াছিন (১৭) ও মো. লিজন, বঙ্গবন্ধু সড়ক এলাকার মো. বোরহান (১৬)।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, এ কিশোর গ্যাংয়ের সবার নামে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে থানায় মামলা করা হয়েছে। আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।