ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
আলমডাঙ্গায় মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাদেমাজু এলাকার চাঞ্চল্যকর তুষার আহমেদ সবুজ হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ, পিপিএম এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. সাহাদ আলীর ছেলে মো. সাগর আহমেদ (২০) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের ইউসুফ হোসেনের ছেলে মো. জহুরুল ইসলাম (৪৫)।

পুলিশ সুপার জানান, গত ১৩ নভেম্বর, র‌্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর কোম্পানি কমান্ড ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের যৌখ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আলমডাঙ্গা উপজেলা শহরের স্টেশন রোড এলাকা থেকে সাগর আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন তিনি। তার স্বীকারোক্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি জহুরুল ইসলামকে আলমডাঙ্গা উপজেলা শহরের সরকারি খাদ্য গুদাম গেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, ধৃত দুই আসামি ও নিহত সবুজ দীর্ঘদিন থেকে পুরাতন মোটরসাইকেল কেনা-বেচার ব্যবসা করতেন। হত্যার মূল পরিকল্পনাকারী সাগর ও অন্য আসামি জহুরুল ইসলাম টাকার জন্য সবুজকে বাইক বেচা-কেনা এবং সিদ্ধি খাওয়ার কথা বলে কৌশলে ঘটনাস্থলে নিয়ে যায়। পরে পূর্বপরিকল্পিতভাবে সবুজকে হত্যা করে তার কাছে থাকা টাকা হাতিয়ে নেয়। পরে মোটরসাইকেলসহ তাকে জ্বালিয়ে দেয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করা হয়।

গত মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের গজারিয়া মাঠে জনৈক বিপুল এর মেহগনি বাগানের মধ্যে মোটরসাইকেলসহ তুষার আহমেদ সবুজ (২৫) নামের এক যুবককে পুড়িয়ে হত্যা করা হয়।

নিহত তুষার আহমেদ সবুজ আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের ফকিরপাড়া এলাকার গরু ব্যবসায়ী জয়নাল আবেদীনের ছেলে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।