ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়ক ছেড়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা, সড়কে যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
সড়ক ছেড়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা, সড়কে যানজট সড়কে শিক্ষার্থীরা।

ঢাকা: মেধার ভিত্তিতে ভর্তির দাবিতে প্রায় দুই ঘণ্টা অবরোধের পর সড়ক ছেড়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা।

রোববার (১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

তাদের দাবি, ‘লটারি নয়, মেধার ভিত্তিতে ভর্তি করতে হবে’।

জানা যায়, মহামারি করোনার সময়ে প্রতিষ্ঠানটিতে লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। এই পদ্ধতি বাতিল করে মেধা যাচাইয়ের মাধ্যমে ভর্তির দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে আলটিমেটামও দেওয়া হয়। দাবি না মানায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শিক্ষর্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করে।

শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধের কারণে আসাদগেট ও আশপাশের এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের মাধ্যমে আলোচনা করে কলেজ কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসলাম বাংলানিউজকে বলেন, কলেজ কর্তৃপক্ষের আশ্বাসের পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেয়। এদিকে শিক্ষার্থীরা চলে গেলেও আসাদগেট ও আশপাশের এলাকার সড়কে তীব্র যানজট রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।