ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

অন্তর্বর্তী সরকারে ১০০ দিন

গ্রেপ্তার-রিমান্ডের পুরনো ধারা বিদ্যমান: টিআইবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
গ্রেপ্তার-রিমান্ডের পুরনো ধারা বিদ্যমান: টিআইবি

অন্তর্বর্তী সরকারের একশ দিনে আইনি প্রক্রিয়া লঙ্ঘন করে গ্রেপ্তার ও রিমান্ডের পুরনো ধারা বিদ্যমান রেয়ছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (১৮ নভেম্বর)  ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী ১০০ দিনের ওপর টিআইবির পর্যবেক্ষণ’ নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি এমন তথ্য তুলে ধরে।

পর্যালোচনায় বলা হয়, মানবাধিকার লঙ্ঘন-গ্রেপ্তারসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আদালতে আক্রমণের শিকার হওয়ার ঘটনা ঘটেছে। পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেত্রী আইন-শৃঙ্খলা বাহিনীর সামনে লাঞ্ছিত হয়েছেন, সাবেক বিচারপতির ওপর আক্রমণ এবং আসামি পক্ষের আইনজীবীর ওপর হামলা ঘটনা ঘটেছে।

পর্যালোচনায় আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন না করে বিচার প্রক্রিয়া শুরু এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগকৃত বিচারক ও কৌঁসুলিদের নিয়োগ নিয়ে সমালোচনা, নিয়োগপ্রাপ্তদের অভিজ্ঞতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি।

টিআইবির পর্যালোচনা তুলে ধরেন টিআইবির গবেষণা পরিচালক শাহাজাদা এম আকরাম। সংবাদ সম্মেলনে উপস্থিত দিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
জেডএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।