ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় বিআরডিবি কর্মকর্তাসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় বিআরডিবি কর্মকর্তাসহ নিহত ২

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় সদর উপজেলা বিআরডিবি চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মিতা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন, গোপালগঞ্জ শহরতলীর সোনাকুড় এলাকার রেজাউল হক সিকদার রিজুর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সদর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার নুরু (৪৮) ও রাজবাড়ী জেলার বিটুমিন প্লাট ব্যবসায়ী মা‌নিক মণ্ডল বাবু (৫০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাশিয়ানী হাইওয়ে পুলিশ পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা জানান, নুরুল ইসলাম সিকদার তার ঠিকাদারি সাইট সদর উপজেলার কাঠি এলাকা থেকে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। পথে মধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের মিতা ফিলিং স্টেশনে যাওয়ায় সময় ঢাকাগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।  

এসময় মোটরসাইকেলসহ নুরুল ইসলাম সিকদার ও তার সঙ্গে থাকা মা‌নিক মণ্ডল বাবু ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান নুরু সিকদার এবং মা‌নিক মণ্ডল গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প‌থে ভাঙা এলাকায় মারা যান তিনি। এ ঘটনার পর ঘাতক ড্রাইভার ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।