ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাকিস্তানের করাচি থেকে গোলা-বারুদের জাহাজ আসার সংবাদটি গুজব

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
পাকিস্তানের করাচি থেকে গোলা-বারুদের জাহাজ আসার সংবাদটি গুজব ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের করাচি থেকে এসেছে গোলা-বারুদের জাহাজ’ শীর্ষক প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

চট্টগ্রাম কাস্টমস হাউসের সংশ্লিষ্ট উপ-কমিশনারের বরাত দিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়।

এতে বলা হয়, প্রকৃত তথ্য হলো- পাকিস্তান থেকে ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ জাহাজটি থেকে ৩৭০ একক কনটেইনার নামানো হয়েছে। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে ২৯৭ একক কনটেইনার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে ৭৩ একক কনটেইনার।

‘কনটেইনারগুলোর মধ্যে বেশিরভাগেই রয়েছে টেক্সটাইল শিল্পের কাঁচামাল, কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং, কাঁচামাল, কাপড়। এর মধ্যে ৪২টি কন্টেইনারে রয়েছে পেঁয়াজ ও ১৪টি কন্টেইনারে রয়েছে আলু। এছাড়া, ফেব্রিকস, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেশিয়াম কার্বোনেট, ডলোমাইট ইত্যাদিও রয়েছে। ’

এসব পণ্য আমদানি করেছে বাংলাদেশের আকিজ গ্লাস কারখানা, প্যাসিফিক জিনস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নাসির গ্লাস, এক্স সিরামিকস, হাফিজ করপোরেশন, এম আর ট্রেডিংস ইত্যাদি প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়:০১০৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪

এমআইএইচ/আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।