ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাফজয়ী তিন নারী ফুটবলারকে রাঙামাটিতে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
সাফজয়ী তিন নারী ফুটবলারকে রাঙামাটিতে সংবর্ধনা

রাঙামাটি: বর্ণিল আয়োজনে রাঙামাটিতে সাফজয়ী পাহাড়ের তিন নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  

শনিবার (২৩ নভেম্বর) রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে নারী সাফ বিজয়ী পাহাড়ের এই তিন কন্যাকে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়।

সকালে ঋতুপর্ণা, রূপনা এবং মণিকাকে  কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত ট্রাকে এবং মোটর শোভাযাত্রায় রাঙামাটি শহর প্রদক্ষিণ করে মারী স্টেডিয়ামে নিয়ে আসা হয়।

এরপর আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে জেলার এই তিন কৃতি ফুটবলারকে রাঙামাটি জেলা প্রশাসন, রাঙামাটি সেনা রিজিয়ন, রাঙামাটি জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এক লাখ টাকা করে ও রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানসহ অন্যরা সম্মাননা চেক ও ক্রেস্ট তুলে দেন।

পরে রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ জেলার সর্বস্তরের সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মান দেওয়া হয়। এছাড়াও ফিফার রেফারি ও রাঙামাটির কৃতী সন্তান জয়া চাকমাকে সম্মাননা জানানো হয়।

গত ৩১ অক্টোবর নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত  সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।  

ফাইনালে মনিকা ও ঋতুপর্ণা চাকমা দুই গোল করে এ অর্জনে বড় অবদান রাখেন। পাশাপাশি পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্যে সেরা খেলোয়াড় ঋতুপর্ণা এবং রূপনা চাকমা সেরা গোলরক্ষক হওয়ার গৌরব অর্জন করেন। তারা তিনজনই রাঙামাটির মেয়ে এবং জাতীয় দলের হয়ে নিয়মিত ফুটবল খেলছেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।