ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় চিন্ময় অনুসারীদের বিক্ষোভ—ওসি আহত, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
কোটালীপাড়ায় চিন্ময় অনুসারীদের বিক্ষোভ—ওসি আহত, আটক ৩

গোপালগঞ্জ: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও জামিন নাকচের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় চিন্ময় অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কোটালীপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

তিন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সনাতনীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভাঙ্গারহাট বাজারে সমাবেত হন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে মলয় রায়, অশোক গাইন, সৌরভ মন্ডল, অশোক বিশ্বাস, জয় দত্ত ও কৌশল্যা বাগচী বক্তব্য রাখেন।

সোমবার ঢাকায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের খবরে রাতে কোটালীপাড়া উপজেলার রামশীল বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখান থেকে মঙ্গলবার দুপুরে ভাঙ্গারহাটে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত হয়।

দুপুরে উপজেলার কলাবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে ভাঙ্গারহাট বাজারে সমাবেত হন সনাতন সম্প্রদায়ের লোকজন। এ সময় কোটালীপাড়া থানা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে। এতে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির এএসআই মোবারক হোসেন আহত হন।

এ সময় উপজেলার ভাঙ্গারহাট গ্রামের বিশ্বাস হালদারের ছেলে অসীম হালদার (৩৩), কলাবাড়ী গ্রামের যতীন অধিকারীর ছেলে দিলীপ অধিকারী (৩৮) এবং হিজলবাড়ী গ্রামের শচীন রোনাহা বাড়ৈর ছেলে তুষার বাড়ৈ (৩৭) নামে ৩ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রএণ রাখার জন্য আমিসহ কোটালীপাড়া থানার অন্যান্য পুলিশ সদস্যরা ভাঙ্গারহাট বাজারে অবস্থান নেই। এ সময় হঠাৎ করে এক বিক্ষোভকারী পেছন থেকে আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এতে এএসআই মোবারক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ৩ জনকে আটক করে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামের নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ হওয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে গ্রেপ্তার করে ঢাকা মহানগরি পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।