কক্সবাজার: একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশের (২-বিজিবি) সদস্যরা।
সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নাজিরপাড়ায় এ অভিযান চালানো হয়।
টেকনাফ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান প্রবেশ করার খবর পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল সীমান্ত এলাকায় পর্যবেক্ষণ চালায়। এসময় ৬ জন ব্যক্তি নাফ নদী সাঁতরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কয়েকটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে কেওড়া বাগান থেকে মালিকবিহীন তিনটি ব্যাগে থাকা ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, অভিযানে কোনো চোরাকারবারি আটক করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
আরএ