মৌলভীবাজার: মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের মা শেখ মেহেরুন্নেসা (৬৫) ও তার চাচি ফুলেছা বেগম (৬০)।
রোববার (৮ ডিসেম্বর) মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা যিশু তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এ সময় বাড়িতে থাকা মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে আগুনের ধোঁয়ায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
রুমেল আহমদের মামা মকছুছ মিয়া বলেন, বাড়িতে রুমেলের মা ও চাচি থাকতেন। সিকিউরিটি গার্ড থাকতেন আলাদা রুমে। শনিবার রাত ৩টার দিকে বাড়িতে আগুন জ্বলতে দেখেন সিকিউরিটি গার্ড। পরে আশপাশের লোকজন ও মসজিদের মাইকে বিষয়টি জানানো হয়। খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
বাড়ির পাশে পাঁচ লিটারের একটি বোতলে কিছু পেট্রল পাওয়া গেছে বলে দাবি করেন মকছুছ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ঘটনা তদন্তে সিলেট থেকে বিশেষ টিম এসেছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। একইসঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসও আগুন লাগার কারণ অনুসন্ধান করছে।
বাড়ির পাশে বোতলে পেট্রল পাওয়ার দাবির বিষয়ে ওসি বলেন, বোতলে ডিজেল ছিল। এখন আমন ধান ঘরে তোলার মৌসুম। ধান মাড়াইয়ের মেশিনে ব্যবহারের জন্য কেউ ডিজেলের বোতল এনে থাকতে পারে। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ জানায়নি বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
বিবিবি/এএটি