ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় আহত পথচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় আহত পথচারীর মৃত্যু প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আহত কালু মিঞা (৮০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল এলাকায় বসুনিয়াপাড়া-জগদল আঞ্চলিক সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি।  

নিহত কালু মিঞার বাড়ি একই ইউনিয়নের সর্দারপাড়ায়।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান বাংলানিউজকে বলেন, বুধবার সন্ধ্যায় বাড়ির বাইরের রাস্তা দিয়ে হাঁটার সময় মোটরসাকেলের ধাক্কায় গুরুতর আহত হন কালু মিঞা। এ অবস্থায় কালুকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রংপুর থেকে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলে ফিরিয়ে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান কালু মিঞা।  
তিনি আরও বলেন, ঘটনার পর পর চালক মোটরসাকেলটি নিয়ে পালিয়ে যান।  

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।