ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সেই ইউএনওকে স্বপদে বহাল রাখার দাবিতে বিএনপি-জামায়াতের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
সেই ইউএনওকে স্বপদে বহাল রাখার দাবিতে বিএনপি-জামায়াতের মানববন্ধন

ফরিদপুর: ‘আওয়ামী লীগ ফিরে আসবে’—এমন মন্তব্য করার অভিযোগে প্রত্যাহারের নির্দেশ পাওয়া ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সদরপুর উপজেলা বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা অংশ নেন।

 

এর আগে, বুধবার (১১ ডিসেম্বর) রাতে বিএনপির দলীয় কার্যালয়ে সরকারি ওই কর্মকর্তার প্রত্যাহারের ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদিউজ্জামান, বাংলাদেশ জামায়েত ইসলামী সদরপুর শাখার আমির মো. দেলোয়ার হোসেন, বিএনপি যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা তুষার মাহমুদ, সদরপুর উপজেলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রুমন মাতুব্বর, সদরপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসিব সিয়াম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সদরপুর ইউএনও আল মামুনের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সত্য নয়।

সংবাদ সম্মেলনে দল দুটির নেতারা বলেন, সদরপুরে শহীদদের স্মরণে স্মরণ সভা ও সংবর্ধনা সভায় ও সভা শেষে ইউএনও আল-মামুন এ ধরনের কোনো বক্তব্য দেননি বা কোনো সময়েই বলেননি। ইহা উদ্দেশ্যে প্রণোদিত হিসেবে প্রতীয়মান। আমরা সদরপুরের ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ দেওয়ার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মৌখিক প্রত্যাহারের আদেশ ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করাসহ সত্যতা যাচাইপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

বুধবার (১১ ডিসেম্বর) ফরিদপুরে জনপ্রশাসন বিভাগের সংস্কার কমিটির চেয়ারম্যান ও এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা প্রশ্ন উত্তর পর্বে ফরিদপুর সদরপুর ইউপির বিরুদ্ধে  অভিযোগ তোলেন জুলাই-আগস্ট আন্দোলনের নিহতদের স্মরণে সভায় তিনি মন্তব্য করেছেন, ‘আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমোরো (আওয়ামী লীগ ফিরে আসবে, আজ অথবা আগামীকাল)'। এমন মন্তব্য করার অভিযোগে ফরিদপুরের সদরপুর ইউএনও আল-মামুনকে মৌখিকভাবে  (তাৎক্ষণিক) প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।  

** ‘আ.লীগ ফিরবে’ মন্তব্য করার অভিযোগ, ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।