ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরা শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ তমিজি (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কে খানপুরের আনছার আলীর ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল্লাহ তমিজির বাবা অলিউল্লাহ তমিজি বলেন, আত্মীয়ের বাড়ি থেকে আমার বড় ছেলে হাবিবুল্লাহ তমিজির সঙ্গে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল আব্দুল্লাহ। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এসময় তারা দুই ভাই গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল্লাহর মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।