ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় রাত ১০টার পর চায়ের দোকান বন্ধের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
সাতক্ষীরায় রাত ১০টার পর চায়ের দোকান বন্ধের নির্দেশ

সাতক্ষীরা: আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সাতক্ষীরার গ্রামাঞ্চলে রাত ১০টার পর চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাত ১০টার পর বন্ধ দোকানে ক্যারাম খেলা, টিভি দেখা এবং তাস খেলার মতো কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

 

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনার কথা জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাত ১০টার পর চায়ের দোকান বন্ধ রাখার এই উদ্যোগ গ্রামীণ জনগণকে তাদের পরিবারকে আরও বেশি সময় দিতে উৎসাহিত করবে, যা পারিবারিক সমস্যার সমাধানেও সহায়ক হবে। পাশাপাশি, শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারবে বলে আশা করা হচ্ছে।

নির্দেশনা কার্যকর করতে জেলা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রোববার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।