ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষায় সবচেয়ে বেশি বরাদ্দ দিতে চায় সরকার: ড. এম আমিনুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
শিক্ষায় সবচেয়ে বেশি বরাদ্দ দিতে চায় সরকার: ড. এম আমিনুল ইসলাম

ঢাকা: বর্তমান অন্তর্বর্তী সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিতে চায় বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী বলেন, ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার জন্য বাজেট অনেক বেশি বাড়িয়ে দিতে চান। তিনি চান শিক্ষার জন্য বরাদ্ধ সবচেয়ে বেশি করতে।

তিনি আরো বলেন, প্রাইমারি ও মাধ্যমিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ কারণ তখনই তো শিক্ষার্থীদের গড়ে তোলার সময়। ছোট শিশুরা ও অল্প বয়স্করা সবচেয়ে ক্রিয়েটিভ থাকে। অথচ আমাদের শিক্ষা ব্যবস্থা এমন, ক্রিয়েটিভিটি ঝেটিয়ে বিদায় করে দেয়া হয়। সর্বনাশ করে দেয়া হয়, চিরকালের জন্য পঙ্গু করে দেয়া হয়। প্রশ্ন মুখস্থ করে পরীক্ষায় উদগীরণ করে। নিজেরা যে কিছু করার সেটা করতে পারে না। অথচ সেটা করার সঠিক স্থান হচ্ছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এখানে পরিবর্তন আনতে হবে। তাদের ক্রিয়েটিভিটি নার্চার করতে হবে, উৎসাহিত করতে হবে, তাদের উপরে তুলে আনতে হবে।

প্রফেসর ড. এম আমিনুল ইসলাম আরো বলেন, আগের ব্যবস্থাপনায় যেটা ছিলো ভালদের জন্য ভাল ব্যবস্থাপনা ছিলো, খারাপরা খারাপই থেকে যেতো, এটা তো কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এই সিস্টেম চালুর মধ্য দিয়ে ভাল, আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান যারা রয়েছে তারাও বলেছে, যারা ভাল তাদের যেখানেই পড়ায় না কেন তারা ভাল করবে, কিন্তু খারাপ যারা তাদেরকে উঠিয়ে আনতে হবে, সেটাই তো প্রকৃত চ্যালেঞ্জ আমাদের।

ছাত্রছাত্রীদের মূল্যবোধ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভ্যালুজ তৈরি করতে হবে। ক্লাস সিক্সে একটি কোর্সে ভ্যালুজ নিয়ে লেখা আছে কিন্তু এটা নট এনাফ। স্কুল-মাদ্রাসার দায়িত্ব প্রাইমারি থেকেই ভ্যালুজ শিক্ষাদানের ব্যবস্থা থাকবে। এটা শুধু যে কারিকুলামে থাকবে তাই না, তাদের একটা দায়িত্ব থাকবে ভ্যালুজগুলো তৈরি করার।

শিক্ষাথীদের কর্মমুখী করার ওপর জোর দিয়ে তিনি আরো বলেন, নিজেরা উদ্যোক্তা হবে, শুধু চাকরি না, নিজেরা উদ্যোক্তা হবে, অনেক ভাল ভাল কাজ করবে। এতে দেশের উন্নয়ন হবে তাদের নিজেদেরও উন্নয়ন হবে।

মাউশির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মোজাক্কার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এসসি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।