ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাকিস্তানের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
পাকিস্তানের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

ঢাকা: পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান দেশটির রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইসলামাবাদে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কাছে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পরিচয়পত্র পেশ করেন।

মো. ইকবাল হোসেন খান, বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ২০তম ব্যাচের একজন কূটনীতিক। ২০০১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে তিনি যোগদান করেন। বর্তমানে তিনি ফরেন সার্ভিস একাডেমি, ঢাকায় মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি মন্ত্রণালয়ে পশ্চিম এশিয়া শাখার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কূটনৈতিক জীবনে তিনি জেদ্দা, লন্ডন, মস্কো এবং আবুধাবিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

সবশেষ তিনি দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ছিলেন। তিনি গত জুলাই মাসে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিযুক্ত হন।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।