ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আগুনে পুড়ল বাসা বাড়ির ৫৭ কক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
গাজীপুরে আগুনে পুড়ল বাসা বাড়ির ৫৭ কক্ষ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় আগুন লেগে তিনটি বাসা বাড়ির ৫৭টি কক্ষ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ী এলাকায় আমবাগ রোডের পাশে মেরাজ হোসেন, শহীদ কাজী ও খুশি বেগমের টিনশেডের তিনটি বাড়িতে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে চৌরাস্তা ও কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।  

পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে টিনশেড বাসা বাড়ি তিনটির ৫৭টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
আরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।