ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষাখাতে বাণিজ্য বন্ধের দাবি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
শিক্ষাখাতে বাণিজ্য বন্ধের দাবি  মানববন্ধন

ঢাকা: শিক্ষাখাতে বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মানবিক টিম নামে একটি সংগঠন।  

শুক্রবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়েছে।

 

মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক আব্দুর রহিম বাচ্চু বলেন, প্রতিবছর শিক্ষার্থীরা পাস করার পরও ভর্তি হতে ৮-১০ হাজার টাকা করে লাগে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এমনিতেই দুর্বল। এটার কারণে আরও পিছিয়ে যাচ্ছে। এর জন্যই আমরা মানববন্ধন করেছি।  

তিনি আরও বলেন, এ মানববন্ধন থেকে আমরা একটি দাবি জানিয়েছি। সেটি হলো শিক্ষাখাতে বাণিজ্য বন্ধ করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, একই বিদ্যালয়ে পাস করার পরেও ১০-১৫ হাজার টাকা কেন দিতে হবে। এটি একটি ভয়ংকর লুটপাট ও দুর্নীতিযুক্ত কাজ। এটা বন্ধ করতে হবে। তা না হলে দেশের গরিব মানুষ শিক্ষা জীবন থেকে বঞ্চিত হবে।   

মানববন্ধনে সংগঠনটির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৪
ইএসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।