বান্দরবান: বান্দরবানে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে উমে প্রু মারমা (৩৪) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারী) সকালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুর্গম হিমাগ্রী পাড়ায় এ ঘটনা ঘটে।
আহত উমে প্রু স্থানীয় রুমেল তঞ্চঙ্গার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, রোববার (১২ জানুয়ারি) উমে প্রু মারমা বান্দরবান সদর থেকে একটি সালিশ বৈঠকে অংশ নিতে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুর্গম হিমাগ্রী পাড়ায় গিয়েছিলেন। ভোরে তিনি খামার বাড়িতে কাজ করতে যাওয়ার সময় হঠাৎ দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি আহত হন।
এসময় তার চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে তাকে দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বান্দরবানের রোয়াংছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শুভ্র মুকুল চৌধুরী জানান, ঘটনার বিস্তারিত অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
এসআই