ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

খেজুরের রস খেতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৩ এএম, জানুয়ারি ১৭, ২০২৫
খেজুরের রস খেতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর প্রতীকী ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গাড়ির চাপায় মোটরসাইকেলআরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।

রস খেতে যাওয়ার সময় শুক্রবার ( ১৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্য কান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনার শিকার হন তারা।

 
নিহতরা হলেন- উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮)। একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।  

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয়রা রাস্তার পাশে তিনজনের মরদেহ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তিন বন্ধু মোটরসাইকেলে করে কোথাও খেজুরের রস খেতে যাচ্ছিলেন। ভোরে খুব কুয়াশা ছিল। সাম্পান রেস্টুরেন্টের সামনে তাদের মোটরসাইকেল পৌঁছালে অজ্ঞাত কোনো গাড়ি তাদের চাপা দিয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আমরা ঘাতক যানবাহনটি শনাক্ত করার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এসআই

বাংলাদেশ সময়: ১১:২৩ এএম, জানুয়ারি ১৭, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।