ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

এস কে সুরের বাসায় অভিযান, মিলল ১৭ লাখ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এস কে সুরের বাসায় অভিযান, মিলল ১৭ লাখ টাকা ইনসেটে সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরী

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বাসায় অভিযান চলছে। অভিযানে এখন পর্যন্ত সোয়া ১৭ লাখ টাকা মিলেছে।

রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির বাসায় অভিযানে যায় দুদক। কমিশনের পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে ওই অভিযান চলছে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের ওই মামলায় গত ১৪ জানুয়ারি বিকেলে গ্রেপ্তার হন এস কে সুর চৌধুরী।

গত বছরের ২৩ ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬ (২) ধারায় সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগ আনা হয়েছে।  

২০২৩ সালের আগস্টে দুদক এই পরিবারের আর্থিক লেনদেনের তথ্য জানতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠানো হয়।  

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) অর্থ কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ানোর পর ২০২২ সালে এস কে সুরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরির সময় ডেপুটি গভর্নর ছিলেন এস কে সুর চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এসএমএকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।