ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় অ্যাওয়ার্ড ও সনদ পেলেন হাফেজরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
খুলনায় অ্যাওয়ার্ড ও সনদ পেলেন হাফেজরা খুলনায় হিফজ অ্যাওয়ার্ড ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

খুলনা: ‘কুরআনের বাণী ছুয়ে যাক প্রতিটি মুমিনের অন্তরে, কালিমার ধ্বনি মিশে যাক ইথারে- প্রান্তরে’ এ স্লোগানকে সামনে রেখে খুলনায় হিফজ অ্যাওয়ার্ড ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান শুরু হয়ে অনুষ্ঠান শেষ হয় দুপুর ১টায়।

বাংলাদেশ প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশন খুলনার উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলোয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের সভাপতি হাফেজ মাওলানা সালাউদ্দিন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দারুল উলুম খুলনার মোহতামিম হাফেজ মাওলানা মুশতাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রফেসর ড. শেখ সা’দী।

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন - খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গেস্টোলজি বিভাগের ডা. রোকনুজ্জামান, দারুল উলুম খুলনার নায়েবে মোহতামিম মাওলানা হাফিজুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইমাম ও খতিব ক্বারি মুস্তাকিম বিল্লাহ, খুলনা আলিয়া মাদরাসার হাফেজ সাইদুল্লাহ, দারুল উলুম খুলনার মুফতি মাহফুজুর রহমান, মুফতি গোলামুর রহমান।

হাফেজদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাইভেট প্রতিষ্ঠানের নামে শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবসা প্রতিষ্ঠান বানানো যাবে না। শিক্ষকদের নামমাত্র বেতন দিয়ে গুণগত শিক্ষা তাদের কাছ থেকে প্রত্যাশা করা অসম্ভব। শিক্ষকরা সন্তুষ্ট না হলে তারা শিক্ষার্থীদের জন্য নিজেকে উজাড় করে দিতে পারবে না। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীদের পড়াশোনার খরচের ক্ষেত্রেইও সহনশীল হতে না পারলে মানুষ তাদের ছেলেমেয়েদের এখানে পড়ানোর ক্ষেত্রে আগ্রহ হারাবে।  

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য মা’হাদু ছওতিল কুরআন মাদরাসার শিক্ষক হাফেজ মো. এনামুল হক জানান, অনুষ্ঠানে ৭০টি প্রাইভেট মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়। হিফজ শেষ করা ৭৮ জন শিক্ষার্থীকে অতিথিরা পাগড়ি পরান, অ্যাওয়ার্ড ও সনদ প্রদান করেন। পরিচালক অ্যাওয়ার্ড ও সনদ গ্রহণ করেন ৫৮ জন। এছাড়া অনুষ্ঠানে খুলনার ৬ জন প্রবীণ হাফেজ শিক্ষকদের সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যারা প্রায় ত্রিশ বছর হিফজুল কোরআন এর খেদমতে নিয়োজিত রয়েছেন।

দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামি সংগীত, কুরআনুল কারিম তিলোয়াত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এমআরএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।