ঢাকা, সোমবার, ১২ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

পল্লবীতে ‘ব্লেড বাবু’ হত্যার আরেক আসামি তুফান গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
পল্লবীতে ‘ব্লেড বাবু’ হত্যার আরেক আসামি তুফান গ্রেপ্তার 

ঢাকা: রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ‘ব্লেড বাবু’ হত্যা মামলার আরেক অন্যতম আসামি ইরফান হোসেন তুফানকে (১৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগ।  

শনিবার (২৫ জানুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ বিষয় নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৪ জানুয়ারি)  মিরপুর-১০ নম্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল। পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় গত ২০ জানুয়ারি বেলা সাড়ে ৩টার দিকে পল্লবী এলাকায় আধিপত্য বিস্তার ও শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাত ও মারধরে মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক করে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন।

তিনি আরও জানান, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ে মধ্যে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয় ডিবি-মিরপুর বিভাগ।  

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে পল্লবী থানাধীন সিরামিক রোড এলাকায় অভিযান চালিয়ে এ মামলার অন্যতম আসামি মুরাদকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বাবু হত্যা মামলার অন্যতম আসামি ইরফান হোসেন তুফানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তুফানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।