ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪৩১, ২৯ জানুয়ারি ২০২৫, ২৮ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
বাড্ডায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ঢাকা: রাজধানীর বাড্ডা আফতাবনগরে আব্দুস সালাম (৬৫) নামে এক অটোরিকশা চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।

রোববার রাতে বাড্ডা থানা পুলিশ আফতাবনগর চায়না প্রজেক্ট ৫ নম্বর সেক্টর থেকে তার মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। তার বাড়ি শেরপুর সদর উপজেলার সুগনিবাগ গ্রামে। তিনি ঢাকার মেরুল বাড্ডা বৈঠাখালী মোড় এলাকায় থাকতেন।

নিহতের ভাতিজা মো. সুজন জানান, আব্দুস সালামের ৪ ছেলে ও ৩ মেয়ের রয়েছে। সালামের পরিবারের সবাই গ্রামে থাকলেও মেরুল বাড্ডায় তার এক ছেলে থাকেন। এক সপ্তাহ আগে গ্রাম থেকে ঢাকায় ছেলের কাছে এসেছিলেন তিনি। এরপর ভাড়ায় অটোরিকশা চালানো শুরু করেন। রোববার সন্ধ্যার দিকে অটোরিকশা চালানোর জন্য বাসা থেকে বের হয়েছিলেন। এরপর রাতে সুজন খবর পান, বাড্ডা আফতাবনগর এলাকায় সালামের লাশ পাওয়া গেছে। পরবর্তীতে সেখানে গিয়ে রাস্তার পাশে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি জানান, লাশের পাশেই অটোরিকশার একটি এক্সেল পড়েছিল। আর তার মাথায় আঘাত রয়েছে।

এদিকে, বাড্ডা আফতাবনগর পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুল হাসান মারুফ জানান, রোববার রাত পৌনে ১০টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে তাদের কাছে খবর আসে, আফতাবনগর চায়না প্রজেক্ট ৫ নম্বর সেক্টর, এন ব্লক, ১৩ নম্বর এভিনিউয়ে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে আব্দুর সালাম নামের ওই ব্যক্তি লাশ উদ্ধার করা হয়। এ সময় তার পকেটে থাকা একটি মুঠোফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত  এবং স্বজনদের খুঁজে বের করা হয়।  

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে সেখানে ফেলে গেছে এবং রিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।