ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিশ্ব ইজতেমায় মুসল্লির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, জানুয়ারি ৩১, ২০২৫
বিশ্ব ইজতেমায় মুসল্লির মৃত্যু ইজতেমা ময়দান

গাজীপুর: বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা তাবলীগ জামাতের এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।

 

ওই মুসল্লি হলেন খুলনার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার এলাকার আব্দুল কুদ্দুস গাজী (৬০)।  

শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারী মিডিয়ার সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, তাবলীগ জামাতের সঙ্গে বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসেন আব্দুল কুদ্দুস গাজী। পরে শুক্রবার তিনি বার্ধক্যজনিত কারণে ইজতেমা ময়দানে মারা যান।

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।  

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৫
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।