ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে গ্রামীণ মার্কেটের নির্মাণকাজ ফেলে উধাও ঠিকাদার!

নজরুল ইসলাম খায়রুল, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
হোসেনপুরে গ্রামীণ মার্কেটের নির্মাণকাজ ফেলে উধাও ঠিকাদার! নির্মাণাধীন মার্কেট

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি গ্রামীণ বাজারের প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মার্কেটের কাজ ফেলে রেখেছে ঠিকাদার। এতে ব্যবসায়ীসহ ক্রেতা-বিক্রেতারা দুর্ভোগের শিকার হচ্ছেন।

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হাজিপুর কাছারি বাজারের নতুন মার্কেট ভবন নির্মাণের এ চিত্র দেখা যায়।  

হোসেনপুর উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৩ কোটি ৯৩ লাখ ৫২ হাজার ৯৩৫ টাকা ব্যয়ে দুইতলা বিশিষ্ট মার্কেট নির্মাণ কাজ শুরু করা হয়। মার্কেট নির্মাণ কাজটি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোহেল এন্টারপ্রাইজ। ২০২৩ সালের ২৩ মে মার্কেটের কাজ শুরু দেখানো হলেও মার্কেট নির্মাণ কাজটি ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর কাগজে-কলমে শেষ হওয়ার কথা। কিন্তু মার্কেট নির্মাণকাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি।  

এদিকে উপজেলার হাজিপুর কাছারি বাজারে গিয়ে দেখা যায়, একটি মার্কেটের দুইতলা ভবনের নির্মাণকাজ চলছে। ভবনের ছাদ ঢালাই করা হয়েছে। তবে ভবনটির চারপাশ খোলা অবস্থায় রয়েছে। ভবনের ভেতর ও আশপাশে মলমূত্র রয়েছে। ভবঘুরে এক নারীকে ভবনের ভেতরে বসে থাকতে দেখা যায়। মার্কেট ভবন নির্মাণের কাজে সেখানে নিয়োজিত কোনো লোক পাওয়া যায়নি।  

বাজারের ব্যবসায়ীরা জানান, গত দুই মাস ধরে ভবন নির্মাণের কাজ ফেলে রেখেছে ঠিকাদার। ফলে নির্মাণাধীন ভবনের এই দুরবস্থা বিরাজ করছে।  

এসময় হাজিপুর বাজারের স্টক ব্যবসায়ী রুকম উদ্দিন নির্মাণাধীন মার্কেট ভবনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় তার সঙ্গে কথা হলে  তিনি জানান, ভবনের কাজ বন্ধ রয়েছে, কেউ আসে না। এতে অনেক অসুবিধা হচ্ছে। দ্রুত কাজ শেষ করার জোর দাবি করছি।  

বাজারে আসা রফিকুল ইসলাম নামে এক ক্রেতার সঙ্গে দেখা হয়। তিনি জানান, কন্ট্রাক্টর কাজ ফেলে রেখে চলে গেছে। দোকানদাররা দোকান ঠিকমতো বসাতে পারে না। কাজকর্ম করতে পারে না। গাফিলতি করে কাজ করে না। আমরা চাই তাড়াতাড়ি মার্কেটের নির্মাণকাজ শেষ হোক।  

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মার্কেট ভবন নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোহেল এন্টারপ্রাইজ হলেও হোসেনপুর উপজেলার স্থানীয় এক ঠিকাদার সাখাওয়াত হোসেন চয়ন কাজটি করে আসছেন। তিনি অতিরিক্ত বিল পাওয়ার জন্য মার্কেট নির্মাণ কাজ বন্ধ করে রেখেছেন বলে জানা যায়।  

এ ব্যাপারে স্থানীয় ঠিকাদার সাখাওয়াত হোসেন চয়নের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মার্কেট নির্মাণ কাজের বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি। এক সপ্তাহের মধ্যে মার্কেট ভবনের নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানান তিনি।  

এ বিষয়ে মার্কেট ভবন নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোহেল এন্টারপ্রাইজ সম্পর্কে কোনো তথ্য দিতে রাজি হননি দায়িত্বপ্রাপ্ত এলজিইডির হোসেনপুর উপজেলা প্রকৌশলী গালিব মুরশীদ। তবে মার্কেটের ভবন নির্মাণের বাকি কাজ দ্রুত শেষ করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে বলা হয়েছে-এমনটাই জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।