ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৮:০৫ এএম, ফেব্রুয়ারি ৩, ২০২৫
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ 

মানিকগঞ্জ: পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।  

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি বন্ধ করে দেয়।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের এজিএম আব্দুস সালাম বলেন, রোববার সন্ধ্যা থেকেই পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত সোয়া ১২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ঢেকে যায় কুয়াশায়। এতে মার্কিং বাতির আলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। এজন্য দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চালু করা হবে।  

এদিকে দীর্ঘ সময় বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
এসআই
 

বাংলাদেশ সময়: ৮:০৫ এএম, ফেব্রুয়ারি ৩, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।