ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
গাজীপুরে অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা 

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় অবৈধ একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ।

গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস জানান, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় অবৈধভাবে আঁখি ব্রিকস নামে একটি ভাটা পরিচালনা করে আসছিল। এছাড়া তারা কৃষি জমির মাটি কেটে ইট তৈরি করে আসছিল। খবর পেয়ে ওই ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে ইট ভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন-গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আরেফিন বাদল, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ প্রশাসন।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫ 
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।