ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
মোহাম্মদপুরে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাই প্রবণ এলাকায় সাঁড়াশি অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. রফিকুল আলী (৩২), মোহাম্মদ আলী (৪০), মো. রবিউল (২৫), মো. রাজু (১৮), মো. সাইফুল ইসলাম (২৭), মো. রকিব (১৮), শিমুল (২৪), মো. ফাইজুল সরকার (৩০),  মহর আলী (২৯), শাওন (২০), মেহেদী হাসান অন্তর (২০), মোসা. মুন্নি (২০), মো. রজব (২০), মো. সোহেল (২৮), মো. শাহজাদা (২২), মো. হৃদয় (২৬), মো. রিপন (৪৬), মো. মিজানুর রহমান (৩৮), মো. শাহ আলম (৪০), মো. রিপন শিকদার (৪২), মো. গোলাপ (২৪), মোছা. আসমা খাতুন (২৬) ও মোছা. মনুফা খাতুন (২৮)।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে থেকে রাত ১১ টায় পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (৬ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ বিষয় নিশ্চিত করেন।

তিনি জানান, মোহাম্মদপুর থানার একটি দল মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী ও সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।