ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রি, একজনকে জেল-জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রি, একজনকে জেল-জরিমানা 

টাঙ্গাইল: টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রি করায় একজনকে এক মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে এ ঘটনা ঘটে।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার মুহাম্মদ নাজমুল হাসান।

দণ্ডিত ব্যক্তি পৌরসভার ভাল্লুক কান্দি এলাকার নুরু মিয়ার ছেলে আনোয়ার।  

জানা যায়, বেড়াডোমা এলাকায় গরুর মালিক বাছেরের একটি বকনা গরু মারা যায়। বুধবার ভোরে তিনজন মিলে ওই গরুটির চামড়া ছাড়িয়ে রিকশায় করে বাজারে নিয়ে এসে বিক্রি শুরু করেন।  

এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, পৌর এলাকার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে দিলু মিয়ার মাংস ঘরে মরা গরুর মাংস বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে আমাদের উপস্থিতি টের পেয়ে মাংস ব্যবসায়ী দিলু মিয়া পালিয়ে যায়।  

তাৎক্ষণিক হাতেনাতে মরা গরুর মাংস জব্দ করে বিক্রেতাকে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়।  

সেখানে সহকারী কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান মাংস বিক্রেতা আনোয়ারকে এক মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন।  

এ সময় উপস্থিত ছিলেন- জেলার ভেটেরিনারি ডাক্তার মো. শাহিন আলম, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, জেলা ইন্সপেক্টর মমতা নজরুল ইসলাম এবং কসাই ইন্সপেক্টর সোহেল রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।