ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ডেভিল হান্ট: রাঙামাটিতে আটক ১৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৪:৩২ পিএম, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
ডেভিল হান্ট: রাঙামাটিতে আটক ১৬ প্রতীকী ছবি

রাঙামাটি: সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে এ পর্যন্ত রাঙামাটিতে ১৬ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

 

আটকরা হলেন- রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মো. সাইদুজ্জামান পাপ্পু, রাঙামাটি পৌর আওয়ামী লীগের সদস্য ইয়াছিন ভান্ডারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মনছুর আলী, রাঙামাটি সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহজালাল মাঝি, ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাওলা মিয়া, কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিকাশ কান্তি দাশ, উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক জাকির হোসেন, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আহম্মদ, ঘাগড়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী শাহিন হাওলাদার, ঘাগড়া ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো. ইরফান আলী। আটক বাকিদের নাম জানা যায়নি।

এ অভিযান চলমান। পুলিশ এখনও অভিযান পরিচালনা করছে বলে জানান ওসি মো. সাহেদ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এসআরএস 

বাংলাদেশ সময়: ৪:৩২ পিএম, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
Saidur
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।