ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

ডেভিল হান্ট: চাঁদপুর সদর উপজেলা আ.লীগ সম্পাদক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
ডেভিল হান্ট: চাঁদপুর সদর উপজেলা আ.লীগ সম্পাদক গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপুমনিকে আলী এরশাদ মিয়াজীর মিষ্টি খাওয়ানোর ছবি

চাঁদপুর: ‘অপারেশন ডেভিল হান্ট’ - এর আওতায় গ্রেপ্তার হয়েছেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের ওয়্যারলেস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

গেল বছর ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্স এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এজহারভুক্ত ও নাশকতার মামলার আসামি আলী এরশাদ মিয়াজী। শহরের বঙ্গবন্ধু সড়ক মিয়াজী বাড়ির বাসিন্দা তিনি। মাদরাসা রোডে ভাড়াবাড়িতে পরিবার নিয়ে থাকতেন তিনি।

এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।

তিনি বলেন, দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আলী এরশাদ মিয়াজীকে থানায় হস্তান্তর করে। তিনি ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও নাশকতার মামলায় এজহারভুক্ত আসামি। বিকাল সাড়ে ৩টায় তাকে থানা থেকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, আলী এরশাদ মিয়াজী কারাবন্দি সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী এবং তার সকল কর্মকাণ্ড বাস্তবায়ন করতেন। সর্বশেষ ২০২২ সালে ৫ ডিসেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি তিনি সরকারি ন্যায্যমূল্যে চাল বিক্রির একজন পরিবেশক। তার ওই ব্যবসা প্রতিষ্ঠান শহরের ওয়ারলেস এলাকায়।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।