ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

মোংলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার স্টোরে খাদ্যসামগ্রীর সন্ধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
মোংলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার স্টোরে খাদ্যসামগ্রীর সন্ধান বস্তায় ত্রাণসামগ্রী।

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্টোররুম থেকে বছরখানেক আগে প্রাকৃতিক দুর্যোগের সময় বিতরণের জন্য দেওয়া বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী পাওয়া গেছে।  

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এই খাদ্য সামগ্রীর সন্ধান পাওয়া যায়।

এসময় বাগেরহাট জেলা নাগরিক কমিটির সদস্য আবু হাসান, মোংলা উপজেলা নাগরিক কমিটির সদস্য খায়রুল ইসলাম শুভ, মো. সোহেল ও মো. আব্দুল্লাহসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রী থাকা বস্তা ও কার্টনে উদ্ধার হওয়া এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, চিড়া, গুড়, স্যালাইন ও বিস্কুট রয়েছে। তবে খাদ্যসামগ্রীর পরিমাণ জানাতে পারেননি সন্ধান দাতারা।

ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড় রিমেলে দুর্গতদের জন্য এসব খাদ্যসামগ্রী সরকারের বরাদ্দ দেওয়া ছিল। কিন্তু সেই সময় তা বণ্টন না করে আত্মসাতের উদ্দেশ্যে গোপনে মজুদ করে রাখা হয়েছিল। এছাড়াও এ সময় শীতের কম্বলও উদ্ধার করা হয় সেখান থেকে। ওই সময়ে মো. জাফর রানা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছিলেন।

মোংলা উপজেলায় সদ্য যোগদানকৃত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান বলেন, মাত্র সাতদিন হয় এখানে যোগদান করেছি। গুদামে খাদ্য সামগ্রী থাকার বিষয়ে আমার কাছে কোনো তথ্য ছিল না। আজকে আমি কার্যালয়েও ছিলাম না। তবে অফিসের স্টাফদের সাথে কথা বলে জেনেছি, গেল ৭-৮ মাস আগে থেকে এই গুদামের চাবি ইউএনও‌‍‌‌র স্টাফদের কাছে ছিল। আর এটা সরকারি গুদাম সরকারি পণ্য থাকতে পারে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা যেভাবে সিদ্ধান্ত দেবেন সেই অনুযায়ী কাজ করা হবে।

তিনি আরও বলেন, মোংলা দুর্যোগপ্রবণ এলাকা, তাই জরুরি প্রয়োজনে বিতরণের জন্য হয়তো রাখা হয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মাদ মাসুদুর রহমান বলেন, বিষয়টি জানা নেই। আমি ছুটিতে আছি।

এ বিষয়ে কথা বলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।