ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

‘উত্তরার ঘটনায় অপরাধীদের সাথে সাথেই গ্রেপ্তার করা হয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
‘উত্তরার ঘটনায় অপরাধীদের সাথে সাথেই গ্রেপ্তার করা হয়েছে’ আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

ঢাকা: রাজধানীর উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় অপরাধীদের সাথে-সাথেই আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলার উন্নতি হচ্ছে কি, উন্নতির ধাপটা কেমন—এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উন্নতি হচ্ছে কি না, এটা তো আপনারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। উত্তরায় যে ঘটনা ঘটেছে, সাথে সাথেই তাদের আইনের আওতায় আনা হয়েছে। তাদের সাথে সাথেই অ্যারেস্ট করা হয়েছে।

কিশোর গ্যাং, ছিনতাই আগের থেকে অনেক কমছে দাবি করে তিনি বলেন, কিন্তু তাও এখনো সহনীয় পর্যায়ে আসেনি। প্লাস আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, আমাদের আইন-শৃঙ্খলার সাথে সাথে দাবি-দাওয়া শুনতে শুনতে আমাদের বাহিনীটা যে কাজে ইউজ হবে, ওই কাজ না করে অন্য কাজে তাদের চলে যেতে হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দাবি-দাওয়া থাকবে। ইনস্টিটিউটের সামনে গিয়ে বলুক। যদি এরকম বক্তৃতা দিয়ে বলতে হয়, তাহলে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে বলুক। তারা জনগণকে ভোগান্তি কেন করবে?

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।