নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে ও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে শহীদের মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু করে জেলা প্রশাসন।
প্রথমে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শহীদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর একে একে জেলা পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, সিভিল সার্জনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরবর্তীতে সর্বস্তরের মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। রাতেই শহীদ মিনারে জনসাধারণের ঢল নামে। সকলেই ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেন।
এর আগে রাত পৌনে ১২ টায় জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ ভাষা শহীদদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
এমআরপি/এসআইএস