ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

মাহফিল থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
মাহফিল থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত এক দুর্ঘটনাকবলিত বাস

রংপুর: বরিশাল চরমোনাই পীরের মাহফিল থেকে ফেরার পথে রংপুরে বাস দুর্ঘটনায় মোহাম্মদ আলী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

নিহত মোহাম্মদ আলী লালমনিরহাট জেলার আদিতমারী থানার পাগলার চর এলাকার মৃত ফজলার রহমানের ছেলে। আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।  

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়কের রংপুর নগরীর ২৯ ওয়ার্ড কলাবাড়ি আনোয়ারুল উলুম কুরআন একাডেমি মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার উপ পুলিশ পরিদর্শক সুলতান মিয়া।  

তিনি জানান, বরিশালের চরমোনাই পীরের বার্ষিক মাহফিল শেষে নাইট কোচে লালমনিরহাট ফেরার পথে রংপুর নগরীতে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেইসঙ্গে আহতদের মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়ার কাজ চলছে।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।