বরিশাল: সমুদ্রপথে পাচারকালে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৬ জনকে আটক করেছে র্যাব-৮ ও কোস্টগার্ড।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮ এর মিডিয়া সেল।
এরআগে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেবুর চর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত বুধবার রাত ৮টা থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত র্যাব-৮.সিপিসি-১, পটুয়াখালী ও বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর ক্যাম্পের সদস্যরা যৌথ আভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে লেবুর চর এলাকায় অভিনব কায়দায় ফিশিং ট্রলারে সমুদ্রপথে পাচারকালে জালের মধ্যে লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি ওইসময় পাচারকারী নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সোয়দ আলম (৩৭), মোফাজ্জেল হোসেন (৬০), মোবারক হোসেন (৪৫), সবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্তাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), লামঃ আলফাত (৩০) এবং খলিল আহম্মদ (৩৯)-সহ ১৬ জনকে আটক করে।
এছাড়া পরিত্যক্ত অবস্থায় আরো ৩ লাখ পিসসহ সর্বমোট ৪ লাখ পিস ইয়াবা অভিযানে জব্দ করা হয়।
র্যাব জানায়, আটক ইয়াবা পাচারকারীরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আটকদের মহিপুর থানায় হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এমএস/এসএএইচ