ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ডাকাতের গুলিতে আহত ৮, গণপিটুনিতে ২ ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
মাদারীপুরে ডাকাতের গুলিতে আহত ৮, গণপিটুনিতে ২ ডাকাত নিহত আহতদের অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে

মাদারীপুর: মাদারীপুর-শরীয়তপুর সীমান্তবর্তী কীর্তিনাশা নদীতে স্পিডবোট নিয়ে ডাকাতি করতে আসে একদল ডাকাত। এসময় এলাকাবাসী প্রতিরোধ করলে ডাকাতের গুলিতে আহত হয়েছেন আট গ্রামবাসী।

পরে ডাকাতদলকে ধাওয়া করে দুই ডাকাতকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ ডাকাত।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর-শরীয়তপুর দুই জেলার সীমান্তবর্তী এলাকা খোয়াজপুর-টেকেরহাট বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর-শরীয়তপুর দুই জেলার সীমান্তবর্তী এলাকা খোয়াজপুর-টেকেরহাট বন্দরে স্পিডবোট নিয়ে ডাকাতি করতে আসে একদল ডাকাত। অস্ত্রসহ বালুবাহী জাহাজে ডাকাতির চেষ্টা তারা। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেয় এলাকাবাসী। ঘটনাস্থল থেকে হাতবোমা ফাটিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা করে ডাকাতরা। পরে ইটপাটকেল ছুঁড়লে ডাকাতরা এলাকাবাসীদের লক্ষ্য করে গুলি করে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আটজন।

এ খবর আশপাশে ছড়িয়ে পড়লে একাধিক ট্রলার নিয়ে ডাকাতদের আবারও ধাওয়া দেয় স্থানীয়রা। পরে কীর্তিনাশা নদীর শরীয়তপুরের তেঁতুলয়িা এলাকায় গতিরোধ করে তাদের আটকে গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে গুরুতর অবস্থায় সাত ডাকাতকে উদ্ধার করে ভর্তি করা হয় শরীয়তপুর জেলা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুইজন।  

ডাকাত ধরতে গিয়ে বন্দুকের গুলিতে গুরুতর আহতরা হলেন- মাদারীপুর খোয়াজপুর রাজারচর ও চরগোবিন্দপুর এলাকার অনিক সরদার (১৪), সালাউদ্দিন সরদার (৩৫), দুলাল সরদার (৩৭), সাইমসহ (১৮) বরগুনা জেলা থেকে মাদারীপুরে শ্রমিকের কাজ করতে আসা হেলাল মোল্লা (৪৪)। তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে রাজধানীর ঢাকা মেডিকেলে।

প্রত্যক্ষদর্শী ও চরগোবিন্দপুরের বাসিন্দা রাজু ফরাজী বলেন, ডাকাতি হচ্ছে এমন খবরে পেয়ে আমরা সবাই প্রস্তুতি নিয়ে ট্রলার নিয়ে নদীতে নেমে যাই। পরে ইটপাটকেল ছুঁড়লে ডাকাতরা আমাদের ওপর গুলি ছোড়ে। এতে আমাদের সঙ্গে থাকা সাত-আটজন আহত হয়। স্পিডবোটে ১০ জনের মতো ডাকাত ছিল। সবার হাতেই অস্ত্র ছিল।  

আহত দুলাল সরদার বলেন, আমরা কয়েকজন ট্রলারে ছিলাম। ডাকাতদের ধাওয়া দিলে তারা গুলি ছোড়ে। এতে আমি ও আমার সঙ্গে থাকা অনেকের শরীরে গুলি লাগে। পরে হাসপাতালে নিয়ে আসেন। '

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ডাকাতির খবর পেয়ে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই ডাকাতদল মাদারীপুরের অংশে রেখে শরীয়তপুরের দিকে চলে যায়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। '

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।