ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় কারখানায় ডাকাতি, মূল্যবান মাল লুট

অতিথি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২:০৫ পিএম, মার্চ ১, ২০২৫
আশুলিয়ায় কারখানায় ডাকাতি, মূল্যবান মাল লুট

সাভার (ঢাকা): ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বন্ধ কারখানার নিরাপত্তা কর্মীদের মারধর করে নগদ অর্থসহ ইলেক্ট্রিক সামগ্রী লুট করেছে ডাকাত দল। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে শিল্প পুলিশ।

শনিবার (১ মার্চ) ভোর ৪ টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাগপাই কম্পোজিট লিমিটেড কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় পাশের একটি বিকাশ এজেন্টের দোকানেও ডাকাতি করে তারা।

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, ওই কারখানাটি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। কারখানার বিদ্যুৎ লাইনও বিচ্ছিন্ন ছিল। এ সুযোগে ভোরে কারখানায় প্রবেশ করে ২ টি কম্পিউটার, আইপিএসের ব্যাটারি, পরিত্যক্ত এয়ারকন্ডিশনার, বৈদ্যুতিক মটর, জেনারেটরের তার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে শিল্পপুলিশ।

কারখানার নিরাপত্তা কর্মীদের সুপারভাইজার রাজীব বাংলানিউজকে বলেন, কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। আমি তাদের সঙ্গে কথা বলছি। পরে বিস্তারিত জানাবো।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে শিল্পপুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম উপস্থিত হয়েছেন। কি পরিমাণ মালামাল লুট হয়েছে তার তালিকা করা হচ্ছে।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া বাংলানিউজকে বলেন, ভোরে ম্যাগপাই কম্পোজিট লিমিটেড নামের একটি বন্ধ কারখানায় লুটের ঘটনা ঘটেছে। কারখানায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকার সুযোগ নিয়েছে লুটকারীরা। শিল্প পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
জেএইচ

বাংলাদেশ সময়: ২:০৫ পিএম, মার্চ ১, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।