ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

অতিমুনাফাখোর ব্যবসায়ীদের দায় নেবে না যশোর চেম্বার

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
অতিমুনাফাখোর ব্যবসায়ীদের দায় নেবে না যশোর চেম্বার যশোর চেম্বার অব কমার্সের সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন সভাপতি মিজানুর রহমান খান

যশোর: পবিত্র রমজানকে কেন্দ্র করে অতিরিক্ত মুনাফাখোর ব্যবসায়ীদের প্রশয় না দেয়ার ঘোষণা দিয়েছে যশোর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ।  

রোববার (০২ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মলনে বাজার মনিটরিংয়ের জন্য ব্যবসায়ী নেতাদের নিয়ে কমিটি গঠনেরও ঘোষণা দেন ব্যবসায়ী সংগঠনটির নেতারা।

নেতৃবৃন্দ বলেছেন, বাড়তি দাম নিয়ে ভোক্তাদের দুর্ভোগ বাড়ালে প্রশাসন যে পদক্ষেপ নেবে তার সাথে থাকবেন তারা।  

যশোর চেম্বার অব কমার্সের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি যৌক্তিক, সহনীয় ও সরবরাহ নিশ্চিতকরণের আহ্বান জানানো হয়।

যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান বলেন, চেম্বারের তদারকি কমিটি প্রতিনিয়ত বাজার পর্যবেক্ষণ করবে। এসময় ব্যবসায়ীদের পণ্যের অতিরিক্ত মূল্য না নিতে, নকল ও ভেজাল পণ্য বিক্রি না করতে উৎসাহিত করা হবে।

তিনি আরও বলেন, ভোক্তাদের প্রত্যাশা পূরণে রমজানে অতিরিক্ত মুনাফাকারী ব্যবসায়ীদের প্রশয় দেয়া হবে না। তাদের অপকর্মের জন্য চেম্বার বা কোন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সমর্থন দেবে না। বরং আইনে যে শাস্তি আছে সেটার পক্ষে তাদের অবস্থান থাকবে। প্রশাসন বা ট্যাক্সফোর্সের অভিযানে ব্যবসায়ী প্রতিনিধি নেয়ার দাবি জানান তিনি।

চেম্বারের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান বলেন, রমজান মাসে বাজার স্থিতিশীল রাখার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, এক্ষেত্রে চেম্বার অব কমার্সের দায়িত্বও আছে। এজন্য প্রতিটি ব্যবসায়ীকে সচেতন থাকা উচিত। তাদের অনায্য কর্মকান্ডের কারণে যেনো মানুষের ভোগান্তি না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।  

সংবাদ সম্মেলনে বিভিন্ন ব্যবসায়ী উপস্থিত ছিলেন। তারা সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। বিশেষ করে ফলের অতিরিক্ত শুল্ক আরোপের কারণে আমদানিকৃত ফলের দাম বেড়েছে বলে জানান তারা। এক্ষেত্রে পণ্যের গুণগত মান অনুযায়ী প্রতিটি ফলের ন্যায্য দাম নির্ধারণের জন্য ব্যবসায়ীদের প্রতি চেম্বারের নেতারা আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে যশোর চেম্বার অব কমার্সের পরিচালনা বোর্ডের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন, সদস্য কাসেদুজ্জামান সেলিম, ইদুল চাকলাদার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।