ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬ পিএম, মার্চ ৩, ২০২৫
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

গাজীপুর: পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা। পরে দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (৩ মার্চ) সকাল থেকে শ্রমিকরা মহাসড়কটি অবরোধ করেন।

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস মোড় এলাকায় একটি পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে এক নারী শ্রমিক আত্মহত্যা করে। এ ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকরা।

নিহত ওই শ্রমিক হলেন- টাঙ্গাইলের বাসিন্দা হৃদয় হোসেনের স্ত্রী আফসানা আক্তার (২৩)।

পুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস মোড় এলাকায় প্যানারোমা গার্মেন্টসে জুনিয়র অপারেটর পদে চাকরি করতো আফসানা আক্তার। রোববার তিনি কারখানার ছয়তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। শ্রমিকরা জানতে পারে কারখানার ভেতর অসুস্থ হয়ে তিনি ছুটির জন্য আবেদন করেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাকে ছুটি দেয়নি। এ ক্ষোভে তিনি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। এর জেরে শ্রমিকরা সোমবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (ট্রাফিক) অশোক কুমার পাল জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে দুপুর ১২ টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, আফসানা আক্তার গার্মেন্টসে চাকরি করতে চাইনি। তার স্বামী হৃদয় তাকে চাকরি করতে বাধ্য করে। এর জের ধরে আফসানা আক্তার কারখানার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় তার স্বামী হৃদয়কে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫ 
আরএস/জেএইচ

বাংলাদেশ সময়: ১২:৫৬ পিএম, মার্চ ৩, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।