ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

টেকনাফে একই পরিবারের অপহৃত ১১ সদস্য উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৩:১৬ এএম, মার্চ ৫, ২০২৫
টেকনাফে একই পরিবারের অপহৃত ১১ সদস্য উদ্ধার 

কক্সবাজার: টেকনাফে পাহাড়ের গহীন জঙ্গলে অপহরণকারী চক্রের আস্তানায় অভিযান চালিয়ে একই পরিবারের অপহৃত ১১ জন নারী ও শিশুকে উদ্ধার করেছেন পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী পাহাড়ে এ অভিযান চালানো হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।  

তিনি জানান, আলীখালীর রিদুয়ান নামে এক ব্যক্তির নেতৃত্বে স্থানীয় একই পরিবারের ১১ জনকে অপহরণের খবরে অভিযান চালানো হয়। পাহাড়ের গহীন জঙ্গলে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে অপহরণের শিকার নয় নারী ও দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়।  

ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে ওসি গিয়াস উদ্দিন বলেন, রিদুয়ান দীর্ঘদিন কারাভোগ করে বের হয়ে এলাকায় নানা অপকর্ম করে যাচ্ছেন। একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুক ঠেকিয়ে বাড়ি থেকে ১১ জনকে তুলে নিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
এসআই


 

বাংলাদেশ সময়: ৩:১৬ এএম, মার্চ ৫, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।