খুলনা: খুলনায় ‘বিনা লাভের দোকান’পেয়ে ক্রেতারা খুশি মনে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরেছেন। দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতির চরম অস্থির সময়ে রমজান মাসে এমন দোকান করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন তারা।
বুধবার (৫ মার্চর) মহানগরীর শিববাড়ীর মোড়ে ‘বিনা লাভের দোকান’থেকে পণ্যসামগ্রী ক্রয়ের সময় সাধারণ ক্রেতারা এমনটি জানান। সাশ্রয়ী দামে সাধারণ মানুষদের নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য সরবরাহের উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও টাস্কফোর্স খুলনা এ দোকানের আয়োজন করে।
বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ দোকান চালু থাকবে। ভিন্ন রকম এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন খুলনার সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, বিনা লাভের দোকানে ডিম ১ টি ১০ টাকা, ছোলা ১ কেজি ৯৫ টাকা, পেঁয়াজ ১ কেজি ৩৫ টাকা, রসুন এক কেজি ১০০ টাকা, বেগুন ৫০ টাকা, মুড়ি ৬৫ টাকা, খিরাই ১ কেজি ২৫ টাকা, বেসন ১ কেজি ৬৫ টাকা, লেবুর হালি ২৭ টাকা ও আলু ১৭ টাকা দরে বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, বাজারে উর্ধ্বগতি। বাজার জুড়ে চলছে অসুস্থ প্রতিযোগিতা। এই সময়ে এমন উদ্যোগ কিছুটা হলেও কাজ করবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য হৃদয় ঘরামী বলেন, ৫ই আগষ্টেরর বিজয়েরপর স্বৈরাচারী সরকার পালালেও তাদের দোসররা এখনও এই দেশে রয়ে গেছে। যারা এই বাজার নিয়ন্ত্রণ করছে। যার ফলে রমজান মাসে বাজারে অস্থিরতা দেখা গেছে। এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাতে এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে আমাদের এই পদক্ষেপ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক নাঈম মল্লিক বলেন, প্রতি বছর রমজান এলে বাজারে জিনিস পত্রের দাম বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয় নি। এ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে আমাদের এ উদ্যোগ। বিনা লাভের বাজারের পাশাপাশি আমরা সিটি কর্পোরেশন ও অন্যান্যদের সাথে সমন্বয় করে বাজার মনিটরিংও করছি।
জাহাঙ্গীর খান নামের এক ক্রেতা বলেন, বিনা লাভের দোকানে বাজার থেকে আমরা কিছু কম দামে পণ্য ক্রয় করতে পেরেছি। এজন্য আয়োজকদের অনেক ধন্যবাদ। এ রকম দোকান আরও থাকলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিরাজ করবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, রমজানের এই রহমতের মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা চাচ্ছি সাধারণ মানুষ যেন একটু স্বস্তিতে বাজার করতে পারে। বাংলাদেশে যে দামে পণ্য ক্রয় করা হয় কয়েক হাত ঘুরে বিক্রয় করার সময় তা বেশি দামে বিক্রি করতে হয়। সিন্ডিকেট ও কালোবাজারীদের হাত থেকে মুক্ত হয়ে যাতে সাধারণ মানুষ স্বস্তিতে পণ্য ক্রয় করাতে পারে সেই প্রচেষ্টা আমাদের।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
এমআরএম