ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

রংপুরে আত্মগোপনে থাকা সাবেক এমপি আফতাব গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২:৩৬ এএম, মার্চ ৬, ২০২৫
রংপুরে আত্মগোপনে থাকা সাবেক এমপি আফতাব গ্রেপ্তার

রংপুর: আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (৫ মার্চ) মধ্যরাতে তাকে রংপুর নগরীর সেনপাড়া থেকে গ্রেপ্তার করে মহানগর পুলিশ।

তার বিরুদ্ধে নীলফামারীতে দুটি এবং রংপুরে একটি মামলা রয়েছে।

রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হতে পারে। তবে রিমান্ড চাওয়া হবে কি না, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।

২০১৪ সালে দশম জাতীয় সংসদে তিনি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য হন। একই আসন থেকে এরপর আরও দুইবার এমপি নির্বাচিত হন তিনি। তিনি ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
আরএইচ

বাংলাদেশ সময়: ২:৩৬ এএম, মার্চ ৬, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।