ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ওমর ফারুক হৃদয়

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক হৃদয় (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু
হয়।

 

নিহত হৃদয় জেলার করিমগঞ্জ উপজেলার পশ্চিম নোয়াবাদ গ্রামের আবু বকরের ছেলে এবং করিমগঞ্জ সরকারি কলেজের অনার্স দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে কয়েকজন মিলে ব্যাটারিচালিত ইজিবাইক করে ঘুরতে বের হন হৃদয়। পথে উপজেলার আশনপুর ব্রিজ সংলগ্ন এলাকায় তাদের ইজিবাইকটিকে চাপা দেয় একটি পিকআপভ্যান। এতে গুরুতর আহত হন হৃদয়। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও
হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হৃদয়কে ঢাকায় রেফার্ড করা হয়। সন্ধ্যার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।